ঢাকায় ভ্যাপসা গরমের দাপট আপাতত অব্যাহতই থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, ফলে গরম ও আর্দ্রতার অস্বস্তি চলতেই পারে।
ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
আবহাওয়া অধিদপ্তরের গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে দেখা যায়, সংস্থাটির ৫১টি সেন্টারের ২৬ সেন্টার এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় খুবই সামান্য। এরমধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বান্দরবনে ১৬ মিলিমিটার রেকর্ড করা হলেও দেশের অধিকাংশ এলাকায় কোনো বৃষ্টি হয়নি।
বৃষ্টি কমে গিয়ে বাতাসে জলীয় বাষ্পের বেশি উপস্থিতি কয়েকদিন ধরে দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। অব্যাহত ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সহজে তা কমারও কোনো লক্ষণ নেই। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহেরও পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।